Chinese mitten crab

মহিলার বাড়িতে মস্ত কাঁকড়া, উদ্ধারে এল পুলিশ

পুলিশ গিয়ে দেখে ওই বাড়িতে একটি বিশাল কাঁকড়া ঢুকে পড়েছে। যা দেখে ভয় পাওয়ারই কথা। প্রায় ১০ ইঞ্চির সেই কাঁকড়াটিকে ওই বাড়ি থেকে সরায় পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্রেইবার্গ, জার্মানি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১৯:৫৫
Share:

প্রতীকী চিত্র।

কারও বাড়িতে কাঁকড়া ঢুকে পড়ায় পুলিশে খবর গিয়েছে এমনটা শুনেছেন?

Advertisement

জার্মানির ফ্রেইবার্গের বাসিন্দা এক মহিলা বুধবার সেটাই করলেন। কাঁকড়ার আতঙ্কে পুলিশকে ডাকলেন। পুলিশ গিয়ে দেখে ওই বাড়িতে একটি বিশাল কাঁকড়া ঢুকে পড়েছে। যা দেখে ভয় পাওয়ারই কথা। প্রায় ১০ ইঞ্চির সেই কাঁকড়াটিকে ওই বাড়ি থেকে সরায় পুলিশ।

জানা গিয়েছে, যে কাঁকড়াটি ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল সেটি চাইনিজ মিটেন ক্র্যাব। এই প্রজাতির কাঁকড়া আকারে বেশ বড়সড় হয়। এদের সামনের দাঁড়া দু’টিও বেশ বড় আর কালো লোমে ঢাকা। দেখে মনে হয় যেন, হাতে কালো লোমের দস্তানা পরে রয়েছে।

Advertisement

আরও পড়ুন: আরও চওড়া হল হাসি, ‘বাবা কি ধাবা’-র পাশে জোমাটো, টিন্ডার

আরও পড়ুন: খেলতে খেলতে প্রাণ গেল তরুণীর, চাকায় চুল আটকে দুর্ঘটনা​

পুলিশ জানিয়েছে, এগুলি জার্মানির এই এলাকায় নদীতেই পাওয়া যায়। কিন্তু কারও বাড়িতে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম। সম্ভবত বাড়ির দরজা খোলা থাকায় সেটি ঢুকে পড়ে। কাঁকড়াটি উদ্ধার করে স্থানীয় এক পশু বিশেষজ্ঞের হেফাজতে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement