International news

মুক্তি পেলেন নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে বন্দি ১৮ ভারতীয়

গত ৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করে জলদস্যুরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬
Share:

প্রতীকী ছবি।

দলদস্যুদের হাতে বন্দি হওয়া ১৮ ভারতীয় মুক্তি পেলেন। রবিবার টুইট করে তা জানিয়েছে ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া।

Advertisement

গত ৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করে জলদস্যুরা। জাহাজে থাকা ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। তাঁদের মধ্যে ১৮ জনই ভারতীয়। জাহাজাটিকেও সঙ্গে নিয়ে যায়।

এই খবর পাওয়ার পরই নাইজেরিয়া প্রশাসন জাহাজটিকে ট্র্যাক করছিল। রবিবার জলদস্যুদের হাত থেকে তাঁদের মুক্ত করা সম্ভব হয়েছেদলদস্যুদের হাতে বন্দি হওয়া ১৮ ভারতীয় মুক্তি পেলেন। রবিবার টুইট করে তা জানিয়েছে ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া।

Advertisement

আরও পড়ুন: সিএএ-এনআরসি প্রতিবাদের ঢেউ দক্ষিণে, চেন্নাইয়ে বিশাল মিছিল বিরোধীদের

গত ৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করে জলদস্যুরা। জাহাজে থাকা ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। তাঁদের মধ্যে ১৮ জনই ভারতীয়। জাহাজাটিকেও সঙ্গে নিয়ে যায়।

আরও পড়ুন: আজসুর সঙ্গে জোট না হওয়াতেই ঝাড়খণ্ডে খারাপ ফল বিজেপির? ঘুরছে প্রশ্ন

এই খবর পাওয়ার পরই নাইজেরিয়া প্রশাসন জাহাজটিকে ট্র্যাক করছিল। রবিবার জলদস্যুদের হাত থেকে তাঁদের মুক্ত করা সম্ভব হয়েছে।

ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া টুইট করে জানিয়েছে, ‘নাইজেরিয়া নেভি এবং শিপিং কোম্পানি ১৮ ভারতীয়ের মুক্তির খবর নিশ্চিত করেছে। তাঁদের ৩ ডিসেম্বর বন্দি করা হয়েছিল। তাদের নিরাপদ মুক্তির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া টুইট করে জানিয়েছে, ‘নাইজেরিয়া নেভি এবং শিপিং কোম্পানি ১৮ ভারতীয়ের মুক্তির খবর নিশ্চিত করেছে। তাঁদের ৩ ডিসেম্বর বন্দি করা হয়েছিল। তাদের নিরাপদ মুক্তির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement