Coronavirus

ট্রায়ালে মৃত্যু, ফের প্রশ্নের মুখে অক্সফোর্ড

ট্রায়ালের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেছেন, মৃত স্বেচ্ছাসেবক কন্ট্রোল গ্রুপে ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০২:৪৩
Share:

প্রতীকী ছবি।

ফের ধাক্কা খেল অক্সফোর্ডের ক্লিনিক্যাল ট্রায়াল। ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন ‘চ্যাডক্স-১’-এর ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হল এক ব্রাজিলীয়ের। তবে ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ট্রায়াল বন্ধ হবে না। এর আগে সেপ্টেম্বরে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল ‘চ্যাডক্স-১’-এর ট্রায়াল। সে বার ব্রিটেনের এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছিলেন।

Advertisement

ট্রায়াল ও মৃত স্বেচ্ছাসেবক সম্পর্কে তথ্য গোপন রাখার দায়বদ্ধতার কথা জানিয়ে আজ ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বেশি কিছু প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে তারা জানিয়েছে, মৃত্যুর তদন্ত হয়েছে। রিপোর্ট তাদের কাছে এসে পৌঁছেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা গোটা বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই ঘটনার সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের যোগ নেই। একটি মার্কিন সংবাদ সংস্থাকে তারা জানিয়েছে— ‘‘ট্রায়ালে অংশগ্রহণকারী কন্ট্রোল গ্রুপে থাকুক বা ভ্যাকসিন গ্রুপে, প্রতিটি দুর্ঘটনার কারণ ভাল করে খতিয়ে দেখা হয়। ব্রাজিলের ঘটনাটি পর্যালোচনা করে দেখা গিয়েছে, এর সঙ্গে ট্রায়ালের নিরাপত্তার কোনও যোগ নেই।’’ তারা আরও জানিয়েছে, অক্সফোর্ডের পাশাপাশি ব্রাজিলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষও স্বাধীন ভাবে তদন্ত করেছিল। তারাও ট্রায়াল চালিয়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে। কিন্তু মৃত্যুর খবর ছড়াতেই অ্যাস্ট্রাজেনেকার শেয়ারদর পড়ে গিয়েছে।

Advertisement

ট্রায়ালের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেছেন, মৃত স্বেচ্ছাসেবক কন্ট্রোল গ্রুপে ছিলেন। তাঁকে পরীক্ষাধীন ভ্যাকসিন দেওয়া হয়নি। যে কোনও ট্রায়ালে অংশগ্রহণকারীদের দু’ভাগে ভাগ করা হয়। এক দলকে পরীক্ষাধীন ড্রাগ দেওয়া হয়, অন্য দলকে (কন্ট্রোল গ্রুপ) অন্য কোনও নিরাপদ ও পরিচিত ওষুধ দেওয়া হয়। কাকে কী দেওয়া হচ্ছে, তা জানানো হয় না। তার পর পরীক্ষাধীন ওষুধের প্রভাব পরীক্ষা করে দেখা হয়। ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকাতেও লেখা হয়েছে, মৃত স্বেচ্ছাসেবককে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement