সিস্টার নির্মলার জীবনাবসান

মাদার টেরিজার প্রয়াণের পরে মিশনারিজ অব চ্যারিটির হাল ধরেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৯ পর্যন্ত তিনিই ছিলেন মাদার সুপিরিয়র। সেই সিস্টার নির্মলা সোমবার রাতে ৮১ বছর বয়সে প্রয়াত হলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০৩:২৩
Share:

সিস্টার নির্মলাকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। ছবি: রণজিৎ নন্দী

মাদার টেরিজার প্রয়াণের পরে মিশনারিজ অব চ্যারিটির হাল ধরেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৯ পর্যন্ত তিনিই ছিলেন মাদার সুপিরিয়র। সেই সিস্টার নির্মলা সোমবার রাতে ৮১ বছর বয়সে প্রয়াত হলেন। বুধবার শিয়ালদহে সন্ত জোহনের গির্জা চত্বরে শেষকৃত্য হবে। মঙ্গলবার ওই গির্জাতেই নির্মলার দেহ শায়িত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অসংখ্য অনুরাগী সেখানে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর টুইটে নির্মলার সেবাব্রতের কথা বলা হয়েছে। সেবাকাজের জন্য ‘পদ্মবিভূষণ’ পেয়েছিলেন নির্মলা।

Advertisement

রাঁচির ডোরান্ডায় নেপালি ব্রাহ্মণ পরিবারে জন্ম নির্মলার। তখন তিনি কুসুম জোশী। পটনার কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার সময়ে তিনি মাদার টেরিজার সংস্পর্শে আসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement