Youth Congress

বাজেট, আদানি-কাণ্ডে বিক্ষোভ যুব কংগ্রেসের

তাঁদের অভিযোগ, এই বাজেটে শুধু প্রধানমন্ত্রী মোদীর ‘বন্ধু’ লোকজনের স্বার্থ দেখা হয়েছে। সাধারণ মানুষের জীবনের জন্য কোনও সুরাহা সেখানে নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১২
Share:

যুব কংগ্রেসের বিক্ষোভ রাজভবনের সামনে। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে এবং আদানি-কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। ‘মিত্র কাল বাজেট’ নাম দিয়ে গোটা দেশেই প্রতিবাদে নেমেছে কংগ্রেসের যুব সংগঠন। কলকাতায় শুক্রবার মিছিল করে রাজভবনের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক, সহ-সভানেত্রী শাহিনা জাভেদ প্রমুখ। তাঁদের অভিযোগ, এই বাজেটে শুধু প্রধানমন্ত্রী মোদীর ‘বন্ধু’ লোকজনের স্বার্থ দেখা হয়েছে। সাধারণ মানুষের জীবনের জন্য কোনও সুরাহা সেখানে নেই। রান্নার গ্যাস, পেট্রল, ডিজ়েলের দাম কমার কোনও ইঙ্গিত নেই। ওষুধের মতো অপরিহার্য জিনিসের দামেও স্বস্তির কোনও চিহ্ন নেই। কিছু ক্ষণ বিক্ষোভ চলার পরে ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement