Youth Congress

যুব কংগ্রেসের অস্ত্র সার, বিদ্যুতের দাম

আগামী ২১ ডিসেম্বর, বুধবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে মিছিলের ডাক দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। ধর্মতলায় মিছিল শেষে বিক্ষোভ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ০৬:২৭
Share:

সার ও বিদ্যুতের অতিরিক্ত দামের প্রতিবাদ করতে পথে নামছে যুব কংগ্রেস। প্রতীকী ছবি।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে রেখে আন্দোলন চলছে। তারই পাশাপাশি এ বার সার ও বিদ্যুতের অতিরিক্ত দামের প্রতিবাদ করতে পথে নামছে যুব কংগ্রেস। রাজ্যে রাসায়নিক সার, জৈব কীটনাশকের দাম বেড়ে চলেছে এবং সার নিয়ে কালো বাজারি চলছে বলে যুব কংগ্রেসের অভিযোগ। তাদের আরও দাবি, বিদ্যুতের বাড়তি মাসুলের জন্য সাধারণ গৃহস্থের পাশাপাশি কৃষকেরা সমস্যায় পড়ছেন। এই বাড়তি দামের প্রতিবাদেই আগামী ২১ ডিসেম্বর, বুধবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে মিছিলের ডাক দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। ধর্মতলায় মিছিল শেষে বিক্ষোভ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement