Panagarh Accident Case

কটূক্তি করতে করতে ধাওয়া, যুবকদের তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি, পানাগড়ে মৃত্যু তরুণীর

গাড়ি নিয়ে কটূক্তি করতে করতে পিছু ধাওয়া। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে ছুটল গাড়ি। তার পরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রথম গাড়িটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬
Share:

মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

গাড়ি নিয়ে কটূক্তি করতে করতে পিছু ধাওয়া। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে ছুটল গাড়ি। তার পরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারায় প্রথম গাড়িটি। পানাগড়ের এই ঘটনায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে চন্দননগরের বছর সাতাশের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গাড়িতে চন্দননগর থেকে গয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই তরুণী-সহ মোট পাঁচ জন। বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। তার পর তাঁরা গাড়ি নিয়ে আগের গাড়িটির পিছু ধাওয়া করেন।

ভয়ে প্রথম গাড়িটির চালক দ্রুত বেগে গাড়ি ছোটাতে থাকেন। পানাগড়় বাজারের রাইসমিল রোডের মুখে মত্ত যুবকদের গাড়ি তরুণীদের গাড়িটি আটকানোর চেষ্টা করে এবং সেটিতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে। তার পর একটি শৌচাগার এবং লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। নৃত্যশিল্পী ছিলেন তিনি। একটি কাজে গাড়ি নিয়ে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। শনিবার রাত ১০টা নাগাদ চন্দননগর থেকে রওনা দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement