Telangana Tunnel Collapsed

তেলঙ্গানার সুড়ঙ্গ থেকে মিনিটে ৪৫০০ লিটার জল বার করে উদ্ধারের চেষ্টা, এখনও আটক আট শ্রমিক

দীর্ঘ সুড়ঙ্গের প্রায় ১৩ কিলোমিটার ভিতরে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও, উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৮
Share:

তেলঙ্গানার সুড়ঙ্গের ভিতর চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধার করতে গিয়ে জল এবং কাদার সঙ্গে লড়াই করতে হচ্ছে উদ্ধারকারীদের। আটক শ্রমিকদের কাছে পৌঁছতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের সাহায্যে প্রতি মিনিটে ৪৫০০ লিটার জল বার করা হচ্ছে। দীর্ঘ সুড়ঙ্গের প্রায় ১৩ কিলোমিটার ভিতরে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও, উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

Advertisement

উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন, ভারতীয় সেনার ২৪ জন সদস্য। তাঁদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন একটি কয়লাখনির ২৩ জন শ্রমিকও। তিনটি উপায়ে শ্রমিকদের কাছে পৌঁছোনোর চেষ্টা হচ্ছে। এক, কাদা এবং জল বার করে। দুই, সুড়ঙ্গের উপর থেকে গর্ত করে ভিতরে পৌঁছোনো। তিন, সুড়ঙ্গের ধার থেকে গর্ত করে ভিতরে ঢোকা। তবে শেষ দু’টি পন্থা নেওয়ার আগে সুড়ঙ্গটির সহ্যক্ষমতা কতটা, তা দেখে নিতে চাইছেন উদ্ধারকারীরা।

এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এগোনোর জন্য সুড়ঙ্গের ভিতর আঁকাবাঁকা পথে এগোচ্ছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজে তদারকি করতে সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন তেলঙ্গানা সরকারের মন্ত্রী জুপল্লী কৃষ্ণ রাও।

Advertisement

শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। স্থানীয় প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, সেচের কাজে ব্যবহার করার জন্য ৪৪ কিলোমিটারের নির্মীয়মাণ সুড়ঙ্গটির ১৪ কিলোমিটার পয়েন্টের কাছে তিন মিটার জায়গা জুড়ে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে। সেই সময় ওই অংশে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। সুড়ঙ্গ ভেঙে পড়ার পর থেকে সেখানে আট জন শ্রমিক আটকে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement