Cyclone Yaas

আপনার জেলায় কত গতিতে বইতে পারে ইয়াস, কী বলছে হাওয়া অফিস

বুধবার শক্তি বাড়িয়ে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে স্থলভূমিতে ঢুকবে ঘূর্ণিঝড় ইয়াস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২১:১৪
Share:

ছবি পিটিআই।

বুধবার শক্তি বাড়িয়ে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে স্থলভূমিতে ঢুকবে ঘূর্ণিঝড় ইয়াস। সেই সময় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ১৮৫ কিলোমিটার বেগে ‘গাস্টিং’ বা হঠাৎ দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ রাজ্যে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায়। বুধবার ইয়াসের স্থলভাগে প্রবেশের সময় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়ের গতিবেগ থাকবে—

Advertisement

• পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায় ১৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়

• পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪পরগনা, ঝাড়গ্রামে ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া

Advertisement

• কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, বর্ধমানে ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড়-সহ সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া

• বীরভূম, মুর্শিদাবাদে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ৭০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement