সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ফিউচার গোষ্ঠীর কর্মীদের। ছবি ফেসবুক থেকে নেওয়া।
লকডাউনের সময়ে বিগ বাজার-সহ ফিউচার গোষ্ঠীর অনেক কর্মীই নিয়মিত বেতন পাচ্ছেন না বলে রাজ্য শ্রম দফতরের কাছে অভিযোগ জানিয়েছে রিটেল ওয়ার্কার্স ফোরাম অব ইন্ডিয়া। খুচরো ব্যবসায় যুক্ত সংস্থাগুলির কর্মীদের এই সংগঠনের দাবি, গণপরিবহণ বন্ধ থাকায়, অনেকেই কাজে যোগ দিতে পারছেন না। তাঁদের বেতন পাওয়া নিয়ে সমস্যা তো হচ্ছেই। এমনকি যাঁরা ঝুঁকি নিয়ে কাজে এসেছেন, বেতন নিয়ে সমস্যায় তাঁদের অনেকেও। বুধবার এ নিয়ে বিক্ষোভও দেখান কর্মীদের একাংশ।
যদিও ফিউচার গোষ্ঠীর মুখপাত্র ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিগ বাজার-সহ ফিউচার গোষ্ঠীর সব কর্মীকেই তাঁরা মার্চের পুরো বেতন দিয়েছেন। তবে ব্যবসা আংশিক চালু থাকায় আর্থিক সমস্যায় পড়েছে সংস্থা। তাই এপ্রিলের বেতন পেতে সামান্য দেরির আশঙ্কা ও এপ্রিল-জুন, এই তিন মাস বেতন কিছুটা ছাঁটাইয়ের কথাও কর্মীদের আগাম জানানো হয়েছে।
বিগ বাজারের তরফে দাবি, কর্মীরা কাজে আসুন বা না আসুন, সবাইকেই এপ্রিলের বেতন ওই নিয়ম মেনেই দেওয়া হবে। পাশাপাশি কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না বলেও আশ্বাস।
আরও পড়ুন: পরিযায়ীদের জন্য সমন্বয় কমিটির দাবি
আরও পড়ুন: হাজার ছাড়াল বঙ্গের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৭২