শনিবার এই দাবিতে কলকাতায় এক মৌন মিছিল করলেন বাংলার শাসকদলের নেত্রীরা। মিছিলে অংশ নিলেও সংবাদমাধ্যমে কোনও বক্তব্য পেশ করেননি তাঁরা। বিকেল তিনটেয় দক্ষিণ কলকাতার হাজরা থেকে গাঁধী মুর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তাঁরা।
ইউক্রনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর দাবিতে কলকাতায় তৃণমূলের মিছিল। নিজস্ব চিত্র
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে নজর রয়েছে তামাম দুনিয়ার। এই মুহূর্তে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছে এ দেশে। এ বার ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর দাবিতে সরব হল তৃণমূল। শনিবার এই দাবিতে কলকাতায় এক মৌন মিছিল করলেন বাংলার শাসকদলের নেত্রীরা। মিছিলে অংশ নিলেও সংবাদমাধ্যমে কোনও বক্তব্য পেশ করেননি তাঁরা। বিকেল তিনটেয় দক্ষিণ কলকাতার হাজরা থেকে গাঁধী মুর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তাঁরা।
মিছিলে অংশ নেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ও জুঁই বিশ্বাস-সহ অনেকে। তৃণমূলের নেত্রীরা সংবাদমাধ্যমে মুখ না খুললেও, টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যুদ্ধ নয়, শান্তি চাই। অবিলম্বে ভারতীয়দের ফেরত আনতে হবে কেন্দ্রীয় সরকারকে।’ মূলত ভারতীয়দের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করতেই এই মিছিলের আয়োজন বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
সন্ধ্যায় কলকাতায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগান দিয়ে মিছিল করে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। ইউক্রেনে আটকে পরা ভারতীয় ছাত্রদের দ্রুত ভারতে ফিরিয়ে আনার দাবিতে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনের সামনে থেকে মৌলালি মোড় পর্যন্ত মোমবাতি হাতে মিছিলে সামিল হন তাঁরা।