সোমবার বিধান ভবনে সুস্মিতা দেব। —নিজস্ব চিত্র।
কেন্দ্রে এখন ‘মূক, বধির ও অন্ধ সরকার’ রাজত্ব করছে বলে কটাক্ষ করলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব। দেশে আর্থিক মন্দা দিন দিন তীব্র হয়ে ওঠার পরেও নরেন্দ্র মোদী সরকারের কোনও হেলদোল নেই বলে অভিযোগ করে তাঁর এমন কটাক্ষ। কেন্দ্রের পাশাপাশি কলকাতায় এসে এ রাজ্যের তৃণমূল সরকারকেও এক হাত নিয়েছেন সুস্মিতা।
আর্থিক মন্দা এবং কেন্দ্রের নীতির প্রতিবাদে ৫ থেকে ১৫ নভেম্বর দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আনুষ্ঠানিক ভাবে আজ, মঙ্গলবার সেই প্রতিবাদ কর্মসূচি শুরু হচ্ছে। তার আগে সোমবার বিধান ভবনে সুস্মিতা বলেন, ‘‘আর্থিক বৃদ্ধির হার প্রতিনিয়ত কমছে। কর্মসংস্থানের হাল গত ৪৫ বছরের মধ্যে সব চেয়ে করুণ। গ্রামীণ অর্থনীতি এমন ভাবে ধাক্কা খেয়েছে যে, ৫ টাকার বিস্কুটের প্যাকেটের বিক্রিও কমে গিয়েছে! অথচ কেন্দ্রীয় সরকার সংশোধনী ব্যবস্থা নেওয়ার বদলে সঙ্কটকে অস্বীকার করে চলেছে। মূক, বধির ও অন্ধ সরকার চলছে!’’
বাংলার মানুষ দ্বিগুণ বিপদে আছেন বলে মনে করেন মহিলা কংগ্রেসের সভানেত্রী। রাজ্যের ভাঁড়ার বেহাল। বছর বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করেও বাণিজ্য বা কর্মসংস্থান, কোনওটাই আসছে না বলে তাঁর অভিযোগ। সুস্মিতার সংযোজন, ‘‘বাংলা থেকে বিরাট সংখ্যার শ্রমিক অন্য রাজ্যে কাজের খোঁজে যান, সেটা কি রাজ্যের পক্ষে খুব গর্বের বিষয়?’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, নোট বাতিলের তৃতীয় বর্ষপূর্তির দিন, আগামী ৮ নভেম্বর কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রতিবাদ-সভা হবে।