মহিলাকে ধাক্কা মারে এই ট্রেকারটি। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।
স্বাধীনতা দিবসের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বারাসতের সরোজ পার্ক এলাকায়, টাকি রোডের উপরে। আনুমানিক ৩৫ বছর বয়সি ওই মহিলার পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রী বোঝাই একটি ট্রেকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এলাকার মানুষের অভিযোগ, অবৈধ অটো, ট্রেকার ও টোটোর দাপটে টাকি রোডে দুর্ঘটনা লেগেই থাকে। এর আগেও একই ভাবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এ দিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ট্রেকারের চালক পলাতক।