মিউকরমাইকোসিস এবং ব্ল্যাক ফাঙ্গাস এক নয়। জীববিজ্ঞানের ভাষায় যাকে মিউকরমাইকোসিস বলা হয়, হালে সেই ছত্রাকের সংক্রমণ হচ্ছে এখানে। এর পিছনে কোভিড চিকিৎসা পদ্ধতির ভূমিকা আছে। ভূমিকা আছে স্টেরয়েডের। পরিবেশেরও দায় আছে কি? কোভিড সংক্রমণ ঠেকাতে বিপুল পরিমাণে জিঙ্ক খাওয়ার প্রবণতা কি মিউকরমাইকোসিসের জন্য কোনও ভাবে দায়ী? এই নিয়ে আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, চিকিৎসক বিভূতি সাহা।
এই ছত্রাকের সংক্রমণ সারবে কী করে? এ সম্পর্কে জানতে চোখ রাখুন আগামী পর্বে।