(বাঁ দিকে) অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
আদালত চত্বরে দেখা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা। কিছু ক্ষণের বার্তালাপের পর অর্পিতার উদ্দেশে পার্থ বলেন, “আসি, তুমি ভাল থেকো।”
অর্পিতার সঙ্গে কথা বলার আগে মামলার অগ্রগতি নিয়ে কয়েক জনের সঙ্গে কথা বলেন পার্থ। এই বিষয়েই অর্পিতার সঙ্গেও কথা হয় তাঁর। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয়। পার্থ-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য নেওয়া হয়।
এই মামলায় আগে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই মতো বিচার ভবন থেকে ইডির কাছে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নামের তালিকা চাওয়া হয়। প্রাথমিক ভাবে তিন জন গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম আদালতে জমা দিয়েছে ইডি। সেই মতো মঙ্গলবার ওই তালিকায় থাকা প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয় রুদ্ধদ্বার এজলাসে। বৃহস্পতিবার সাক্ষ্য দেন বাকি দুই গুরুত্বপূর্ণ সাক্ষী।
বিচার প্রক্রিয়া ‘ইন ক্যামেরা’ (রুদ্ধদ্বার কক্ষে) চলার কারণে, কোন তিন জনকে গুরুত্বপূর্ণ সাক্ষীর তালিকায় রাখা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। নিয়োগ সংক্রান্ত ইডির এই মামলায় অভিযুক্তের তালিকায় ৫৪টি নাম রয়েছে। এর মধ্যে ২৮ জন ব্যক্তি এবং ২৫টি সংস্থাকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে চার্জশিটে। বৃহস্পতিবার পার্থ, অর্পিতা-সহ কয়েক জন সশরীরে এবং বাকিরা ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন।
ইডির এই মামলায় রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের ইতিমধ্যে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলার জন্য বলেছে শীর্ষ আদালত। সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে।
২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। সেই গ্রেফতারির ৮৫৭ দিন পর গত নভেম্বরে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। যদিও পার্থ এখনও জেলবন্দি।