(বাঁ দিকে) সইফ আলি খান। শর্মিলা ঠাকুর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি বিপদসীমার বাইরে। কিন্তু মায়ের মনে সন্তানদের জন্য দুশ্চিন্তা কখনও কমে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর।
সকাল থেকেই হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। পরিবারের সদস্যেরা ছাড়াও, সইফকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান, রণবীর কপূর। সন্ধ্যায় হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় শর্মিলাকে। ছবিশিকারিদের ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি হয়েছে। শর্মিলার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ়। গায়ে জড়ানো ছিল কালো শাল। তবে গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষীয়ান অভিনেত্রী।
বৃহস্পতিবার লীলাবতী হাসপাতালে সইফকে নিয়ে যাওয়া হলে জানা যায়, তাঁর শরীরের দু’টি জখম গুরুতর। তাঁর মেরুদণ্ডে বিঁধে রয়েছে ভাঙা ছুরির ফলা। প্রায় আড়াই ঘণ্টায় দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। সইফ হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে।