পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। —ফাইল চিত্র।
পশ্চিমি ঝঞ্ঝাই ‘ভিলেন’। গত এক সপ্তাহে এক দিনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল না। চলতি মরসুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচ-ছ’দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের চেয়েও (১৪.৮ ডিগ্রি) শুক্রে তাপমাত্রা বেড়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। বৃহস্পতিবার শহরের পারদ ২৪.৬ ডিগ্রির বেশি ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ১.৩ ডিগ্রি কম।
গত এক সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে। মঙ্গলবার পারদ উঠে গিয়েছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৮ ডিগ্রি বেশি। আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের নীচে। অন্যান্য জেলাতেও কুয়াশা থাকবে।
দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকবে এই সমস্ত জেলায়।
উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। সিকিমের উপরে এর কতটা প্রভাব পড়ে, তার দিকে নজর রেখেছেন আবহবিদেরা। তার উপরে উত্তরবঙ্গের তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি নির্ভর করবে।