Allowances

পুজোর আগেই পুরোহিত-সহ সব ভাতা ও পেনশন, নির্দেশ নবান্নের

জেলা প্রশাসনগুলিকে সেই ভাবে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৩:৪২
Share:

ফাইল চিত্র।

পুজোর মাস থেকেই পুরোহিতদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পুজোর আগে পুরোহিত ভাতা তো বটেই, সব ধরনের সামাজিক পেনশন, ভাতা, স্কলারশিপ, কন্যাশ্রীর টাকাও প্রাপকদের হাতে পৌঁছে দিতে চায়। জেলা প্রশাসনগুলিকে সেই ভাবে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সব দফতর, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে করোনা-আবহে উৎসবের প্রস্তুতিতে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যসচিবের নির্দেশ, সরকারি ছুটি বা উৎসবের জন্য মিড-ডে মিল, অঙ্গনওয়াড়ি কর্মসূচিও যাতে বাধা না-পায়, তা নিশ্চিত করতে হবে। দ্রুত চালু করতে হবে সহায়তা কেন্দ্র। পুজোয় সরকারি অফিস বন্ধ হবে আগামী শুক্রবারের পরে। খুলবে ২ নভেম্বর। অফিস খোলা থাকতেই ভাতার টাকা ছাড়তে চায় তথ্য-সংস্কৃতি দফতর। সব জেলাকে উপভোক্তাদের তালিকা দ্রুত পাঠাতে বলা হয়েছে। পুরোহিত ভাতা নিয়ে মামলা হলেও রায় হয়নি। তাই ভাতা বিতরণ আটকাবে না বলে মনে করছে আমলা মহল। পুজোয় শৃঙ্খলার ন্যূনতম বিচ্যুতিতে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তাই জেলায় বিধি মেনে দুর্গাপুজো হচ্ছে কি না, সে-দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পড়ুন: করোনায় সতর্ক পুজোও পাবে শারদ সম্মান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement