Winter

কলকাতায় দিনের বেলাতেও শীতের আমেজ, পাহাড়ে জবুথবু পরিস্থিতি

চলতি সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১২:৫৯
Share:

শীতের কলকাতা। ফাইল চিত্র।

রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত। মঙ্গলবার কলকাতায় সামান্য নামল পারদ। দিনের বেলাতেও শীত শীত আমেজ। পাহাড়ে জবুথবু পরিস্থিতি। চলতি সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘ বাধা হয়ে না দাঁড়ালে লম্বা ইনিংস খেলতে তৈরি শীত।

Advertisement

সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কোনও কোনও জেলায় পারদ আরও নিম্নমুখী। অন্য দিকে পাহাড় কনকনে ঠান্ডায় কাঁপছে। খুশি পর্যটকেরা। বাড়ছে ভিড়। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে ৮.৫, শিলিগুড়িতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত। পুরুলিয়ায় ১০.৪ ডিগ্রি, পানাগড়ে ৯.৪ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ দিন সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। দুপুরের পর দ্রুত নামছে পারদ। চলতি সপ্তাহে কলকাতার আবহাওয়া এমনই থাকবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

Advertisement

আরও পড়ুন: মালদহের দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৩, সাঁতার কেটে উঠে এলেন ১২ জন

আরও পড়ুন: রাজ্যের ভোটে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, চর্চা নির্বাচন কমিশনে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement