গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে। নতুন বছর এই মামলা শুনবে শীর্ষ আদালত। গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে। তাঁর মন্তব্য, ‘‘যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।” ওই দিন প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সম্পত্তি রয়েছে কি না? এমতাবস্থায় আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর নাগাদ বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাটির ডিভিশন বেঞ্চে শুনানি হবে। শীর্ষ আদালতে প্রায় ছ’মাস পরে এই মামলাটি শুনানির জন্য উঠছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। এর আগে গত বছর ১৫ জুলাই শেষ বার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই সময় বিচারপতি জানিয়েছিলেন, মামলাটি নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এমতাবস্থায় আজ শীর্ষ আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।
কুলতলিতে নদী পেরিয়ে গ্রামে বাঘ, কী করছে বন দফতর
কুলতলির কিশোরিমোহনপুরে রবিবার নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢুকে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানিয়েছেন, সোমবার সকালে বাঘের উপস্থিতির খবর পেয়েই বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন। স্থানীয় সূত্রের খবর, পায়ের ছাপ দেখে গতিবিধির সন্ধান শুরু করার পর সোমবার বিকেলে বাঘের গর্জনও শোনা গিয়েছে। আজ এই খবরে নজর থাকবে।
ভারতেও ধরা পড়ল এইচএমপি ভাইরাস, আক্রান্ত হচ্ছে শিশুরা
দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর বেশ কিছু সংক্রমণের খবর সোমবার প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গ, কর্নাটক এবং গুজরাতে এই ভাইরাসে খোঁজ পাওয়া গিয়েছে। প্রত্যেকেই শিশু। বয়স এক বছরেরও কম। কলকাতায় পাঁচ মাসের শিশু, বেঙ্গালুরুতে তিন মাস ও আট মাসের শিশু এবং অহমদাবাদে দুই মাসের শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে। বেঙ্গালুরুর তিন মাস বয়সি শিশু এবং কলকাতার পাঁচ মাসের শিশু ইতিমধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। ডিসেম্বরের শেষের দিকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় আসে শিশুটি। সম্প্রতি চিনে এই ভাইরাসের একটি রূপে অনেকে সংক্রমিত হয়েছে। বেঙ্গালুরুতে সংক্রমণের কথা চাউর হতেই উদ্বেগ বৃদ্ধি পায় দেশবাসীর মনে। তবে কেন্দ্র জানিয়েছে, ভাইরাসের যে রূপটি চিনে ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে বেঙ্গালুরুর সংক্রমণের কোনও যোগ নেই। দেশবাসীকে অযথা আতঙ্কিত না-হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে এগোয়, দেশের আরও কোথায় সংক্রমণের খোঁজ পাওয়া যায় কি না, সে দিকে নজর থাকবে আজ।
ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যে কবে নামবে তাপমাত্রা?
পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। নতুন করে ১০ জানুয়ারি একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। আগামী দু’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। তার পর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে।