কুণাল ঘোষ। —ফাইল চিত্র।
কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে সুভাষচন্দ্র বসু যা করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তা-ই করে দেখিয়েছেন বলে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমন তুলনার তীব্র প্রতিবাদ জানাল সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক। সেই সঙ্গে কুণালের বিরুদ্ধে তৃণমূল যাতে ব্যবস্থা নেয়, সেই দাবিও জানিয়েছে তারা। ফ ব-র সাধারণ সম্পাদক জি দেবরাজন সোমবার তাঁদের দলের তরফে বিবৃতি দিয়ে কুণালের মন্তব্যকে ‘অবিবেচকে’র মতো এবং কিছু পাওয়ার লক্ষ্যে মমতাকে ‘তুষ্ট’ করার কৌশল বলে তোপ দেগেছেন। ভারতের ইতিহাসে সুভাষচন্দ্রের ভূমিকার কথা ফের স্মরণ করিয়ে দিয়ে এই তুলনা যে কোনও ভাবেই সম্ভব নয়, তা-ও বলেছেন দেবরাজন। তাঁর দলের নেতারা যাতে ইতিহাসের বদনাম না করেন, সে জন্য মমতার কাছে আর্জি জানিয়েছে ফরওয়ার্ড ব্লক। প্রসঙ্গত, ওই মন্তব্যে বিতর্কের পরে কুণাল দাবি করেছিলেন, তিনি বলতে চেয়েছিলেন সুভাষচন্দ্র নিজেদের জায়গায় আকাশছোঁয়া। কিন্তু একক ভাবে দল গড়ে বাংলা ও ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলতে পেরেছেন একমাত্র মমতা। ফ ব নেতৃত্বের বক্তব্য, দেশত্যাগ করে স্বাধীনতার যুদ্ধ লড়তে গিয়ে সুভাষচন্দ্র সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের সুযোগই পাননি।