সুবীরেশ ভট্টাচার্য এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।
স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলা বিচারককে রিপোর্ট জমা দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এর আগে সুবীরেশকে জেল থেকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো আলিপুর আদালতে আবেদন করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী জানান, গত ১২ ডিসেম্বর সুবীরেশকে হাজির করানো হয়েছিল। ২২ ডিসেম্বর আবার আদালতে তাঁর হাজিরার কথা।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিজাম প্যালেসে তলব করে গ্রেফতার করেছিল সিবিআই। আদালতে ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তাঁর নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টে সুবীরেশের জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ ডিসেম্বর স্থির করেছে। ফলে আপাতত সুবীরেশকে জেলেই থাকতে হচ্ছে।