Yashasvi Jaiswal

হঠাৎই দল বদলাতে চাইছেন যশস্বী, কোথায় যেতে চাইছেন ভারতীয় দলের ওপেনার?

এমনিতেই আইপিএলে রান পাচ্ছেন না। তার মধ্যেই যশস্বী জয়সওয়ালের একটি সিদ্ধান্ত নিয়ে হঠাৎই জল্পনা শুরু হয়েছে। ঘরোয়া ক্রিকেটে আর মুম্বইয়ের হয়ে খেলতে চান না তিনি। পরের মরসুম থেকে গোয়ায় যোগ দিতে চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:৫৮
Share:

যশস্বী জয়সওয়াল। — ফাইল চিত্র।

এমনিতেই আইপিএলে রান পাচ্ছেন না। তার মাঝেই যশস্বী জয়সওয়ালের একটি সিদ্ধান্ত নিয়ে হঠাৎই জল্পনা শুরু হয়েছে। ঘরোয়া ক্রিকেটে আর মুম্বইয়ের হয়ে খেলতে চান না তিনি। পরের মরসুম থেকে গোয়ায় যোগ দিতে চান। মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি চেয়েছেন তিনি।

Advertisement

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওয়েবসাইট এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই ওয়েবসাইটে এমসিএ-র এক কর্তা বলেছেন, “আমাদের কাছে এনওসি চেয়েছে যশস্বী। কেন গোয়ায় যাচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাতে চায়নি।” পরে সংবাদ সংস্থাকে আর এক কর্তা বলেন, “নিশ্চয়ই ও কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল। আমরা সেই আবেদন মেনে নিয়েছি।”

গোয়া ক্রিকেট সংস্থার সচিব শাম্ব দেসাই বলেছেন, “ও আমাদের হয়ে খেলতে চায়। আমরা স্বাগত জানাচ্ছি। পরের মরসুম থেকেই ও খেলবে।” যশস্বী কি অধিনায়ক হবেন? শাম্বর জবাব, “সেটা হতেই পারে। ও ভারতীয় দলের হয়ে খেলে। তাই অধিনায়ক হতে বাধা নেই। আমরা চেষ্টা করব ওকেই অধিনায়ক করার। তবে ক’টা ম্যাচে পাওয়া যাবে সেটা আগে দেখে নিই। এখনও সে ব্যাপারে কথা হয়নি।”

Advertisement

২৩ বছর বয়সি যশস্বীর কাছে এই সিদ্ধান্ত বড় হয়ে দেখা দিতে পারে। কারণ গোয়া সবে নকআউট পর্বে উঠেছে। অতীতে অর্জুন তেন্ডুলকর এবং সিদ্ধেশ লাড মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলেছেন। সেই পথে হাঁটতে পারেন যশস্বীও। কেন মুম্বই ছাড়ছেন তা নিয়েই জল্পনা হচ্ছে। কারণ ঘরোয়া ক্রিকেটে খেললে প্রথম একাদশে যশস্বীর জায়গা পাকাই থাকে।

আদতে উত্তরপ্রদেশের ভদোহীর ছেলে হলেও যশস্বীর বড় হওয়া এবং ক্রিকেট খেলার শুরু মুম্বই থেকেই। স্কুল প্রতিযোগিতা হ্যারিস শিল্ডে খেলেছেন। ক্রিকেট খেলার জন্য মুসলিম ইউনাইটেডের তাঁবুতে রাত কাটাতেন। ফুচকাও বিক্রি করেছেন মুম্বইয়ের রাস্তায়। পরে কোচ জ্বালা সিংহের চোখে পড়ে যান এবং জীবন বদলে যায়।

গত বছর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন যশস্বী। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে ৪ এবং ২৬ রান করেছিলেন। তার পরে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেও দলে তাঁর নাম ছিল। যদিও গোড়ালির চোট দেখিয়ে সেই ম্যাচে খেলেননি যশস্বী।

অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে খেলছেন যশস্বী। কয়েক মরসুম আগে বিজয় হজারে ট্রফিতে দ্বিশতরান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬টি ম্যাচ খেলে ৩৭১২ রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement