Pollution control board

পর্ষদের কোপে সেন্ট্রাল ডেয়ারি

সূত্রের খবর, ডেয়ারিটি আপাতত বন্ধ রয়েছে। তবে প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের এক শীর্ষ কর্তা শনিবার জানান, পর্ষদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আগামী সোমবার ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেবে পর্ষদ। তবে পর্ষদকর্তাদের বক্তব্য, যদি নিকাশি শোধন যন্ত্র চালু করা হয় তবেই নির্দেশিকা প্রত্যাহার করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০৫:০০
Share:

প্রতীকী চিত্র।

বর্জ্য পরিশোধন না-করে পুরসভার নালায় ফেলার অভিযোগে বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারি বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সম্প্রতি এই নির্দেশিকায় বলা হয়েছে, ওই ডেয়ারিটি অবিলম্বে বন্ধ করতে হবে। সিইএসসি কর্তৃপক্ষকে সংস্থার বিদ্যুৎ সংযোগ কাটতেও বলেছে পর্ষদ।

Advertisement

সূত্রের খবর, ডেয়ারিটি আপাতত বন্ধ রয়েছে। তবে প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের এক শীর্ষ কর্তা শনিবার জানান, পর্ষদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আগামী সোমবার ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেবে পর্ষদ। তবে পর্ষদকর্তাদের বক্তব্য, যদি নিকাশি শোধন যন্ত্র চালু করা হয় তবেই নির্দেশিকা প্রত্যাহার করা হবে।
পর্ষদ সূত্রের খবর, গত জুলাই মাসে পর্ষদের দল বেলগাছিয়ার ডেয়ারিতে গিয়েছিল এবং সেখানে দেখা যায়, নিকাশি শোধন যন্ত্র কাজ করছে না। অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পুরসভার ড্রেনে ফেলা হচ্ছে। গত নভেম্বরে পর্ষদ শুনানিতে ডেকে পাঠান ডেয়ারি-কর্তাদের। পর্ষদ সূত্রের দাবি, তাঁরা নিজেদের গাফিলতি মেনেও নেন। সূত্রের দাবি, দুগ্ধ উৎপাদন কেন্দ্র হওয়ার জন্য নভেম্বরের শুনানির পরেও সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও গাফিলতি শুধরানো হয়নি।

প্রাণীসম্পদ উন্নয়ন দফতর সূত্র জানায়, ১৯৬২ সালে বেলগাছিয়ায় ডেয়ারি তৈরি করা হয়।
ধাপে ধাপে দৈনিক ৩ লক্ষ লিটার দুধ উৎপাদন করার ক্ষমতা অর্জন করেছে ডেয়ারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement