উত্তপ্ত সন্দেশখালিতে প্রতিবাদে মহিলারা। — ফাইল চিত্র।
সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির তিন দিনের ধর্নার অনুমতি দিল না রাজ্য পুলিশ। রবিবার রাতে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়।
অমিত লিখেছেন, “সেনার তরফ থেকে অনুমতি থাকা সত্ত্বেও গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির ধর্নার অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। কারণ হিসেবে তারা দেখিয়েছে, ওই এলাকায় লাউডস্পিকার বাজানোয় বিধিনিষেধ রয়েছে।” এর পরেই অমিত প্রশ্ন তুলেছেন, “মমতা বন্দোপাধ্যায় কয়েক দিন আগে ওই একই জায়গায় দু’দিনের ধর্নায় বসেছিলেন। তখন পুলিশ সব ব্যবস্থা করেছিল। আইনি পথে এ বিষয়ে লড়াই করবে বিজেপি।”
গত শুক্রবারের এক বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্ব স্থির করেন সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করবে দল। ধর্না কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছিল। বিজেপি সূত্রে খবর ছিল, আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা তিন দিন কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এই ধর্না চলবে।
১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে ধর্না কর্মসূচি শুরু হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। ২ ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা কলকাতার রেড রোডে বাবাসাহেব অম্বেডকরের মূর্তির সামনে ধর্নায় বসেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলে সেই ধর্না অবস্থান।