বর্তমান যুগে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের অন্যতম জায়গা হল নেটমাধ্যম। নেটমাধ্যমে নতুন বন্ধুবান্ধব থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা... তৈরি হয় বহু সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক আপনার জীবনে ডেকে আনতে পারে চরম বিপদ। তবে কিছু সহজ জিনিস মেনে চললেই আর বিপদের মুখোমুখি হতে হবে না। এই নিয়েই টুইটারে পাঠ দিল রাজ্য পুলিশ। টুইট বার্তায় জানানো হয়েছে, ‘আপনার নগ্ন ছবি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না। তিনি আপনার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ হতে পারেন। তবে ভবিষ্যতে আপনাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য এটি ব্যবহার করার আশঙ্কাও রয়েছে।’
সচেতনতা প্রচার করতে এই বিষয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। এই ভিডিওবার্তায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ পরিচালকমণ্ডলীর ডেপুটি পুলিশ সুপার বিদিত মণ্ডল বলেন, ‘‘নেটমাধ্যমে নতুন সম্পর্ক গভীর হলে দুর্বল মুহূর্তে আমরা অনেক সময় ভুল করে বা অজান্তে নিজেদের ব্যক্তিগত ছবি পাঠিয়ে দিই। পরিণতির কথা না ভেবেই অনেক সময় নগ্ন বা অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফেলি। কিন্তু যাকে ছবি পাঠাবেন সে এর পরে এই ছবিগুলি দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে।’’
ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় বলেও সচেতন করেন তিনি। সম্মানের কথা ভেবে টাকা দিয়ে দিলেও থেমে থাকে না প্রতারকদের চাহিদা। এই অপরাধেরই পোশাকি নাম ‘সেক্সটরশন’। এই অপরাধের শিকার হলে সত্ত্বর সাইবার ক্রাইম বিভাগে জানানোর নিদানও দেন ডেপুটি পুলিশ সুপার।
তবে বিপদে পড়ার হাত থেকে বাঁচতে ব্যক্তিগত ছবি শেয়ার না করে সুরক্ষিত থাকার পরামর্শই দিল রাজ্য পুলিশ।