নিউটাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শাহ। প্রতীকী ছবি।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব ছিল যে বিজেপি, শুক্রবার রাতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে সেখান থেকে অনেকটাই সরে এল তারা। দলের নেতারা প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও সূত্রের দাবি, এ দিনও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হন একাধিক নেতা। বাংলার সাংসদেরা শাহের বাড়িতে দেখা করেও আগে এই দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু এ দিন শাহ জানিয়ে দেন, পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বে রাজ্য নির্বাচন কমিশন। তারা না চাইলে এই বিষয়ে তাঁর কিছু করার নেই।
নিউটাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শাহ। ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মনোজ টিগ্গা, সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর প্রমুখ। আন্দামানে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ায় কলকাতায় ছিলেন না দিলীপ ঘোষ। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বৈঠকে উঠলেও আগ্রহ দেখাননি শাহ। বৈঠক শেষে সুকান্ত বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী আসবে কি না, সেটা নির্ভর করছে নির্বাচন কমিশন এবং আদালতের উপরে। আমাদের এই নিয়ে কিছু বলার নেই।’’ পঞ্চায়েত বিষয়ক প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী কী করবে, জানি না। আমাদের বাহিনী প্রস্তুত। নিজেরাই তৃণমূলের সন্ত্রাস প্রতিহত করব।’’ দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, “বৈঠকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়নি।’’
সূত্রের দাবি, দলের বৈঠকে শাহ পঞ্চায়েতকে লোকসভার প্রস্তুতি হিসেবে বর্ণনা করেন। আগামী মাসের ৮ এবং ৯ তারিখ শাহ ফের বাংলায় আসতে পারেন। সূত্রের খবর, রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলায় থাকার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। সে দিন জোড়াসাঁকোয় যেতে পারেন।