West Bengal Municipal Election 2022

WB Municipal Election 2022: রামপুরহাটে দুই বিজেপি প্রার্থীর বাড়িতে হুমকি, ভাঙচুর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

তৃণমূলের রামপুরহাট টাউন সভাপতি সৌমেন ভগতের দাবি, বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই তারা হতাশায় নানা মিথ্যা অভিযোগ তুলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৬
Share:

হামলার অভিযোগ বিজেপি প্রার্থী দীপ্তি ধীবরের। নিজস্ব চিত্র।

বীরভূমের রামপুরহাটে দফায় দফায় বিরোধী প্রার্থী এবং তাঁদের পরিজনেদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ৬ এবং ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

রামপুরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপ্তি ধীবরের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থী এবং তাঁর দাদার বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে ১৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে। ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল ওই ওয়ার্ডেরই বাসিন্দা। অভিযোগ বুধবার গভীর রাতে কিছু দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে জানলার কাচ ভেঙ্গে দেয়। দীনেশ প্রার্থীপদ প্রত্যাহার না করলে ‘পরিণতি’ আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

Advertisement

দীনেশের বাড়ির উল্টো দিকে ৯ নম্বর ওয়ার্ডে বাস করেন তাঁর দাদা বিনয়। অভিযোগ ২০-২২ জনের একটি দল তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করে, ঢিল ছুড়ে জানলার কাচ ভাঙে। বুধবার রাতে রামপুরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়িতেও দুষ্কৃতীদের হামলা ও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

যদিও হামলার অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের রামপুরহাট টাউন সভাপতি সৌমেন ভগৎ। তাঁর দাবি, বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটছে এবং সেগুলি তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই তারা হতাশায় নানা মিথ্যা অভিযোগ তুলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement