Siliguri

WB Municipal Election 2022: রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি শিলিগুড়ির পুরভোটে এ বার নজরে বিজেপি

২০১৫-র ভোটে ৪৭টি আসনের মধ্যে ২৩টিতে জিতে কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ি পুরবোর্ড দখল করেছিল বামেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৪
Share:
Advertisement

শিলিগুড়ির পুরভোটে এ বার লড়াইয়ে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। প্রথম জন, সিপিএমের অশোক ভট্টাচার্য। ১৯৯৬ থেকে ২০১১ পূর্বতন বাম মন্ত্রিসভার সদস্য। দ্বিতীয় জন, তৃণমূলের গৌতম দেব। ২০১১ থেকে ২০২১ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী।
গত বিধানসভা ভোটে পরাস্ত হয়েছিলেন দু’জনেই। ঘটনাচক্রে, এ বার পুরভোটে দু’জনকেই প্রার্থী করেছে তাঁদের দল। বিদায়ী পুরবোর্ডের মেয়র অশোককে মেয়াদ শেষের পর পুরপ্রশাসকের দায়িত্ব দিয়েছিল মমতা সরকার। বর্তমানে সেই দায়িত্বে গৌতম।
২০১৫-র ভোটে ৪৭টি আসনের মধ্যে ২৩টিতে জিতে কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ি পুরবোর্ড দখল করেছিল বামেরা। তার আগের বার তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে কংগ্রেসকে সমর্থন করেছিল বামেরা। এ বারও ভোট-পরবর্তী সমঝোতার ইঙ্গিত দিয়েছে দু’দল। তবে নীলবাড়ির লড়াইয়ের ওয়ার্ড ভিত্তিক ফলের হিসেবে শিলিগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement