West Bengal Municipal Election 2020

প্রার্থীর আবেদন নিতে বাক্স বিজেপির

বিরোধীরা অবশ্য ড্রপ বক্সকে বিজেপি-র গিমিক হিসাবে দেখছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০২:৩৮
Share:

প্রতীকী ছবি

পুরভোটের প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা নেওয়ার জন্য ড্রপ বক্স চালু করল বিজেপি। সাধারণ ভাবে বিজেপি-তে পুরভোটে প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতে হয় মণ্ডল বা জেলা নেতৃত্বের কাছে। সেখান থেকে তা আসে রাজ্য স্তরে। সেখানে পুরভোটের দায়িত্বপ্রাপ্ত কমিটি আবেদনপত্র ঝাড়াই বাছাই করে সিদ্ধান্ত নেয়। রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও সে বিষয়ে মত দেন। এ বার সেই পদ্ধতির পাশাপাশিই ড্রপ বক্স চালু করেছে বিজেপি। রাজ্য দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পুরভোটে প্রার্থী হওয়ার জন্য প্রতি দিন রাজ্য দফতরে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। তাঁরা এ ঘরে, ও ঘরে বিভিন্ন লোকজনের হাতে আবেদনপত্র দিচ্ছেন। এতে আবেদনপত্র ঠিক জায়গায় না পৌঁছনোর আশঙ্কা থাকছে। তাই ড্রপ বক্স চালু করা হয়েছে। এতে ভিড়ও কমবে।’’ প্রতাপবাবু জানান, ড্রপ বক্সে জমা পড়া আবেদনপত্রগুলি পুরভোটের দায়িত্বপ্রাপ্ত কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিরোধীরা অবশ্য ড্রপ বক্সকে বিজেপি-র গিমিক হিসাবে দেখছে। তাদের মতে, এই ভাবে বিজেপি দেখাতে চাইছে, পুরভোটে তাদের প্রার্থী হওয়ার জন্য মানুষের ঢল নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement