Madhyamik Result 2022

West Bengal Madhyamik Result 2022: মমতার পর ফের জুড়ল নন্দীগ্রাম ও দক্ষিণ কলকাতা, সৌজন্য কলকাতার একমাত্র ‘মেধাবী’

শ্রুতর্ষির বাবা বলেন, “ছেলের পড়াশোনা মায়ের কাছেই। বাড়ি থেকে খুব কম বেরোত। বন্ধুবান্ধবও নেই। বন্ধু বলতে বিভিন্ন বই এবং ছবি আঁকা।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১২:৫৮
Share:

শ্রুতর্ষি ত্রিপাঠী। মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী। নিজস্ব চিত্র।

দক্ষিণ কলকাতা এবং নন্দীগ্রামকে এক লহমায় জুড়ে দিল মাধ্যমিকের ফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ফের এই সংযোগ ঘটাল কলকাতার একমাত্র ‘মেধাবী’ শ্রুতর্ষি ত্রিপাঠি।

Advertisement

মাধ্যমিকে রাজ্যের মধ্যে যে চার জন চতুর্থ হয়েছে, তাদের মধ্যে অন্যতম শ্রুতর্ষি। তার প্রাপ্ত নম্বর ৬৯০। মেধাতালিকায় কলকাতার ‘সবেধন নীলমণি’ শ্রুতর্ষি পাঠভবনের ছাত্র। সে বিদেশে গবেষণা করতে চায়।কলকাতায় থাকলেও আদতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা শ্রুতর্ষি। তার বাবার বদলির চাকরি। তিনি সরশুনা কলেজের অধ্যক্ষ। ফলে শ্রুতর্ষিদের বর্তমান ঠিকানা সেলিমপুর। তার মা গৃহবধূ।

মাধ্যমিক ২০২২ -এর ফলাফল দেখুন

ফলাফল দেখতে

ক্লিক করুন

শ্রুতর্ষির বাবা শুভঙ্কর ত্রিপাঠী বলেন, “ছেলের পড়াশোনা মায়ের কাছেই। বাড়ি থেকে খুব কম বেরোত। বন্ধুবান্ধবও নেই। বন্ধু বলতে বিভিন্ন বই এবং ছবি আঁকা।” তিনি আরও জানিয়েছেন, শ্রুতর্ষিকে বিজ্ঞান নিয়ে পড়াতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement