madhyamik exam

WBBSE Madhyamik Result 2022: মাধ্যমিকে ৬৯৩ পেয়ে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল, বাঁকুড়ার অর্ণব ঘড়াই

গত ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ ছাত্রছাত্রী। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ছ’লক্ষের বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৮:৫২
Share:

রৌনক মণ্ডল এবং অর্ণব ঘড়াই। মাধ্যমিকে যুগ্ম প্রথম। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১০:২৭ key status

আননন্দবাজার অনলাইনে পরীক্ষার ফল জানা যাবে

নীচের লিঙ্ক থেকে পরীক্ষার ফল জানা যাবে—

https://www.anandabazar.com/west-bengal/west-bengal-madhyamik-result-2022-wb-class-10th-result-online-dgtl/cid/1346664

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:৩০ key status

১১৪ জন রয়েছেন প্রথম দশে

প্রথম হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯৩

দ্বিতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯২

তৃতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯১

চতুর্থ হয়েছেন ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০

পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯

ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮

সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭

অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬

নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫

দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪

নীচের লিঙ্ক থেকে পরীক্ষার ফল জানা যাবে—

https://www.anandabazar.com/west-bengal/west-bengal-madhyamik-result-2022-wb-class-10th-result-online-dgtl/cid/1346664

Advertisement
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:২৭ key status

যুগ্ম ভাবে তৃতীয় হয়েছেন অনন্যা এবং দেবশিখা

৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:২৫ key status

৬৯২ পেয়ে যুগ্ম দ্বিতীয়

৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:১৮ key status

মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব, পূর্ব বর্ধমানের রৌনক

প্রথম হয়েছেন দু’জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:১৫ key status

মোট পাশের হার ৮৬.০৬%

এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষা দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:০৬ key status

পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং

শুক্রবার মাধ্যমিকে ফল ঘোষণা করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%,

মালদহ-৮৭.১১%

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:০৪ key status

পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি

এ বছরের মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। এ বছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। ৯৭.৬৩ শতাংশ।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৯:০২ key status

৭৯ দিনের মধ্যে ফল প্রকাশ

৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২২:৪৯ key status

পরীক্ষা দেয় ১১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী

করোনার কারণে গত দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৬ মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২২:৪৯ key status

শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে আনন্দবাজার অনলাইনের সাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

নীচের লিঙ্ক থেকে পরীক্ষার ফল জানা যাবে—

https://www.anandabazar.com/west-bengal/west-bengal-madhyamik-result-2022-wb-class-10th-result-online-dgtl/cid/1346664

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement