Mamata Banerjee

মেয়াদ বাড়লে কষ্ট করে চালান, বললেন মমতা

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত দিয়েছেন, লকডাউন বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ০২:৪৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

লকডাউনের মেয়াদ বাড়বে কি না, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। তবে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরে তার একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজ্য সরকার। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিস্থিতি অনুযায়ী লকডাউন বাড়াতে হলেও, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যেন পদক্ষেপ করা হয়। কারণ, লকডাউনের মেয়াদ বাড়লে বহু মানুষের দুর্ভোগ বাড়বে।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘যে দিন থেকে লকডাউন ঘোষণা হয়েছে, তার পর থেকে ৪৯ দিন, ১৯ মে পর্যন্ত এই সময়টা যদি আমরা কষ্ট করেও ভাল করে কাটিয়ে দিতে পারি... বাজার তো খোলা রয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, এটা ৪৯ দিন পর্যন্ত করতে পারলে ভাল ফল পাওয়া যাবে। তাই ২৪ তারিখ থেকে গুনে ১৯ মে বলেছি। আমি বিশেষজ্ঞ নই। আমি নিশ্চিত নই। সত্য-তথ্য আমার কাছে নেই। লকডাউনে অনেকের কষ্ট আমরা বুঝছি। কিন্তু করোনা এত বড় একটা সমস্যা, এ জন্য মানুষের সমস্যাটাকেও মনে রাখতে হবে। তাই লকডাউন বাড়ানো হলেও মানবিক ভাবে তা যেন দেখি। মানুষকেও নিয়মশৃঙ্খলা মানতে হবে। কড়াকড়ি করব, বাড়াবাড়ি করব না।’’

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত দিয়েছেন, লকডাউন বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত এ নিয়ে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সিদ্ধান্ত কালেক্টিভ, ভারত সরকার করেছে, আমরা বলবৎ করেছি। ঘটনা ঘটলে রাজ্যের ঘাড়ে চাপে। ভাল হলে ক্রেডিট অনেকেই নেয়। ক্রেডিট সব ভাগ করে নিক, খারাপটা না নিলেই হল।’’ প্রশাসনিক সূত্রে খবর, লকডাউন শিথিল হোক বা না-হোক, সীমান্ত-সীমানা এলাকার সুরক্ষা নিশ্চিত করতে চাইছে রাজ্য। সংশ্লিষ্ট এলাকাগুলি দিয়ে অবৈধ গতিবিধি আটকানোই এখন মাথাব্যথা রাজ্যের। অসংগঠিত, দিন আনা-দিন খাওয়া মানুষদেরও সমস্যা দূর করতে নিরন্তর পরিকল্পনা করছে সরকার। আজ সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে বণিকসভা, এমএসএমই সেক্টর, হোটেল ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এ দিনই রাজভবনে গিয়ে রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে অবহিত করেন রাজ্যের মুখ্যসচিব। তাঁদের মধ্যে আড়াই ঘণ্টা বৈঠক হয়।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement