West Bengal Lockdown

অসম থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাল কংগ্রেস

শ্রমিকদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বাস এলে দলের তরফে গোটা বিষয়টির তদারকি করেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০২:২৩
Share:

কংগ্রেসের উদ্যোগে অসম থেকে শ্রমিকদের নিয়ে কলকাতা ফিরল বাস। —নিজস্ব চিত্র।

নিজেদের উদ্যোগে ফের ভিন্ রাজ্য থেকে শ্রমিকদের ফেরাল কংগ্রেস। ছত্তীশগঢ়ের পর এ বার অসম থেকে ৫টি বাসে মোট ১২৫ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে আসা হল রাজ্যে। দলের সভানেত্রী সনিয়া গাঁধীর সিদ্ধান্ত মেনে শ্রমিকদের ফেরানোর খরচ দিয়েছে কংগ্রেসই। শ্রমিকদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বাস এলে দলের তরফে গোটা বিষয়টির তদারকি করেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র। অসম থেকে মালদা, মুর্শিদাবাদ ও কলকাতায় নিজ নিজ জায়গায় পৌঁছে গিয়েছেন যাত্রীরা। সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষাও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement