West Bengal Lock Down

রাজ্য সরকারি দফতরগুলিতে কাজ শুরু সোমবার থেকে

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকল, ছোট নির্মাণ কাজ, ক্ষুদ্র শিল্প সংস্থা থেকে শুরু করে ইটভাটায় কাজ শুরু করার ব্যাপারে সবুজ সঙ্কেত দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ২২:৪৮
Share:

সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার।— ফাইল চিত্র

দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেই খুলতে চলেছে সরকারি সমস্ত দফতর। আগামী ২০ এপ্রিল থেকে সরকারি দফতরে কাজ শুরু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। বৃহস্পতিবার এই মর্মে জারি করা নির্দেশিকায় মুখ্যসচিব ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ শুরু করতে বলেছেন।

Advertisement

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, ট্রেজারি, জেলা প্রশাসনের দফতর, পুলিশ, দমকল, কারা দফতরের মতো অত্যাবশ্যকীয় এবং আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা ছিল। বন্ধ ছিল বাকি সমস্ত সরকারি দফতর। এর ফলে আটকে রয়েছে বহু গুরুত্বপূর্ণ কাজ।

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকল, ছোট নির্মাণ কাজ, ক্ষুদ্র শিল্প সংস্থা থেকে শুরু করে ইটভাটায় কাজ শুরু করার ব্যাপারে সবুজ সঙ্কেত দেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ডেপুটি সেক্রেটারি এবং তার উঁচু পদমর্যাদার সরকারি আধিকারিকরা ২০ এপ্রিল থেকে কাজে যোগ দেবেন। এক দিন অন্তর একদিন তাঁরা অফিস করবেন।

Advertisement

আরও পড়ুন: কোভিড পরীক্ষায় আরও আগ্রাসী রাজ্য, এল নতুন নির্দেশিকা

বৃহস্পতিবার মুখ্য সচিব রাজীব সিংহের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ডেপুটি সেক্রেটারি এবং তার উচু পদাধিকারিকদের সঙ্গে সহকারি কর্মীরাও কাজে যোগ দেবেন। রাজ্য সরকারের সমস্ত দফতরের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। দফতরের মোট কর্মী সংখ্যার ২৫ শতাংশ ব্যবহার করে দফতর চলবে। মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। বিভাগের প্রধানের দায়িত্ব, কর্মীদের কে কবে আসবেন সেই তালিকা তৈরি করা।

আরও পড়ুন: ৪ দিন ধরে বাড়িতে আটক জন, রাস্তায় বাধা অর্জুনকে, আক্রমণে বিজেপি

তবে মুখ্য সচিবের এই নির্দেশে স্পষ্ট করা হয়নি, সহকারি কর্মীরা কী ভাবে দফতরে পৌঁছবেন? কোনও সরকারি পরিবহণের ব্যবস্থা করা হবে কি না তাউল্লেখ নেই ওই নির্দেশিকায়।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement