100 days job

Budget Session: ১০০ দিনের কাজে শ্রম দিবস তৈরিতে দ্বিতীয় রাজ্য! বিধানসভায় জানালেন পঞ্চায়েত মন্ত্রী

বুধবার  বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, ‘‘চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৭:০৯
Share:

ফাইল চিত্র।

এমএনআরইজিএ প্রকল্পে ১০০ দিনের কাজে শ্রম দিবস তৈরিতে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, "চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস। সরকারের উদ্যোগের প্রশংসা করলেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রের কাছে ৩৫ কোটি শ্রম দিবসের অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র অনুমোদন করেছে মাত্র ২৭ কোটি।

Advertisement

তবে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। আগামী ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩৩ কোটি শ্রম দিবসের অনুমোদন চাওয়া হয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন জানানো হল এখনও কোনও উত্তর আসেনি। প্রসঙ্গত, নভেম্বর মাসেই পঞ্চায়েত দফতরের দায়িত্ব হাতে পেয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। এই তিন মাসেই তাঁর দফতর ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা পূরণ করতে সফল হয়েছে বলেই জানানো হয়েছে পঞ্চায়েত দফতর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement