প্রতীকী ছবি।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে শূন্য আসনের হিসেব নেই। কিন্তু উচ্চশিক্ষা দফতর এরই মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও বেশ কিছু আসন ফাঁকা। ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন পূরণ করুক। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির মূল বিষয়টি যারা পরিচালনা করে, সেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সোমবার বলেন, ‘‘আসনের সম্পূর্ণ হিসেব বোর্ডের কাছে আসতে আরও দু’-তিন দিন লাগবে।’’
কয়েক বছর ধরেই ই-কাউন্সেলিংয়ের শেষে বেশ কিছু আসন খালি থেকে যাচ্ছে। বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে সেগুলো পূরণ করা হয়। এ বার খালি আসনের সংখ্যা জানার আগেই শিক্ষা দফতর এমন নির্দেশ দেওয়ায় বিস্ময় ছড়িয়েছে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।