COVID-19

করোনা সংক্রমণ রুখতে রাজ্যবাসীর কাছে আর্থিক সাহায্য চাইল সরকার

এই সাহায্য ব্যক্তিগত অনুদান হতে পারে। পাশাপাশি রাজ্যের বাণিজ্য সংস্থা এবং সংগঠনগুলিকেও আর্থিক সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ২২:০০
Share:

ধবার শপথ নিয়েই প্রথম সাংবাদিক বৈঠক রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা মোকাবিলায় বাংলার মানুষের সাহায্য চায় সরকার। রাজ্যে বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে আর তার সঙ্গে পাল্লা দিয়ে সরকারি পরিকাঠামো উন্নত করতে হলে দরকার অর্থের। তাই রাজ্যবাসীকে সাধ্যমতো আর্থিক অনুদান দিয়ে সরকারকে সাহায্য করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এই সাহায্য ব্যক্তিগত অনুদান হতে পারে। পাশাপাশি রাজ্যের বাণিজ্য সংস্থা এবং সংগঠনগুলিকেও আর্থিক সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ঠেকানোই বাংলার নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। বুধবার শপথ নিয়ে তাই প্রথম সাংবাদিক বৈঠক করোনা পরিস্থিতি নিয়েই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন ঘাটতি মেটানোর পাশাপাশি টিকার অভাবের মতো সমস্যাও রয়েছে প্রশাসনের সামনে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সরকারের পাশে দাঁড়ানোর অনুরোধ করে বিবৃতি দেওয়া হয়েছে। কোথায় কোন অ্যাকাউন্টে সাহায্যের অর্থ পাঠানো যাবে সে ব্যাপারে বিশদ জানিয়ে ওই বিবৃতি দিয়েছে সরকার। সরকারের তরফে এ-ও জানানো হয়েছে যে, ওই অ্যাকাউন্টে দেওয়া অর্থ ৮০ জি ধারা অনুযায়ী আয়করমুক্ত বলে গণ্য করা হবে।

নীচের দু’টি অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে —

Advertisement

১। West Bengal State Emergency Relief Fund
Bank: ICICI Bank Ltd.; Bank Branch: Howrah
Account No. 628005501339
IFSC: ICIC0006280
MICR Code: 700229010

২। West Bengal State Disaster Management Authority
Bank: Punjab National Bank, Bank Branch: Old Court House Street
Account No. 0389200100000047
IFSC: PUNB0038920
MICR Code: 700024266

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement