প্রশান্ত কিশোরকে ‘জেড’ স্তরের নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার।—ফাইল চিত্র।
ভোটকুশলী প্রশান্ত কিশোরকে ‘জেড’ স্তরের নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার। তিনি এখন এ রাজ্যে শাসক তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা। গত লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের এই কাজের দায়িত্ব নিয়েছেন তিনি। মাস ছয়েক তাঁর পরামর্শেই রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। তাঁর নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করেই পুলিশ থেকে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
মমতার পাখির চোখ, ২০২১ সালের বিধানসভা ভোটে ফের ক্ষমতায় আসা। প্রশান্তের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও এক সাফল্যের স্বাদ পাইয়ে দেওয়া এবং সেই সঙ্গে নিজের বায়োডেটা আরও শক্তপোক্ত করা।