Anubrata Mandal

দাড়ি যত বড় হচ্ছে, দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, প্রধানমন্ত্রীকে নিশানা অনুব্রতর

অনুব্রত বলেন, ‘‘সাড়ে চারটেয় কমিশন ভোট ঘোষণা করবে। আর আমরা সন্ধে ৭টা থেকেই খেলা শুরু করে দেব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৯
Share:

সিউড়ির সভায় অনুব্রত মণ্ডল। —নিজস্ব চিত্র

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বীরভূমের সিউড়িতে মহিলা জনসভা থেকে ফের অনুব্রতর মুখে শসোনা গিয়েছে খেলা হবে স্লোগানও।

Advertisement

শুক্রবারই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগেই সিউড়ির জনসভায় যোগ দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সেই সভা থেকেই অনুব্রত বলেন, ‘‘সাড়ে চারটেয় কমিশন ভোট ঘোষণা করবে। আর আমরা সন্ধে ৭টা থেকেই খেলা শুরু করে দেব। যেখানে যেমন, সেখানে তেমন খেলা হবে। আর খেলায় আমরাই জয়লাভ করব।’’ প্রায় প্রতি ভোটেই অনুব্রতকে গৃহবন্দি করে কমিশন। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘গৃহবন্দি করুক আর যমের দুয়ারে নিয়ে যাক, আমার কিছু যায় আসে না।’’

তবে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত এ দিন বলেন, ‘‘দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজেলের দাম বাড়ছে।’’

Advertisement

শুক্রবারের এই সভাতেই মহিলাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যায় অনুব্রতকে। তিনি বলেন, ‘‘ভুল-ভ্রান্তি হলে আমি দলের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্ত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তাঁর পাশে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement