মঙ্গলবারই খুলে যাচ্ছে স্কুল। ফাইল ছবি।
পড়ুয়াদের স্বাস্থ্যই অগ্রাধিকার। অভিভাবকরা চাইলে তবেই স্কুলে আসবে পড়ুয়ারা। স্কুলে আসা বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘স্কুলে আসা নিয়ে কোনও রকম জোরাজুরি করা হবে না।’’
আগেই রাজ্য সরকার জানিয়েছিল, ১৬ নভেম্বর থেকে স্কুল খুলবে। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছিল, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বলে জনস্বার্থ মামলা হয় হাই কোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয়, ১৬ তারিখ থেকে স্কুল খোলায় কোনও বাধা নেই। করোনাবিধি মেনে ক্লাস করাতে হবে।
হাই কোর্টের এই রায়ের ফলে স্কুল খোলায় আর কোনও বাধা রইল না। এর প্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বলে দিলেন, ‘‘পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বাবা-মা চাইলে তবেই পড়ুয়াদের স্কুলে পাঠাবেন।’’