Coronavirus in West Bengal

Corona: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪১, হাসপাতালে চিকিৎসাধীন ২৮

উল্লেখ্য, দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ১,০৮৩ জন। মৃত্যু হয়েছে এক জনের। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, আগামী বুধবার ভার্চুয়ালি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২৩:৫৭
Share:

ফাইল চিত্র।

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৪১ জন। সব মিলিয়ে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছল ২০,১৮,০১২-তে। রবিবার এমনই তথ্য দিল রাজ্যের স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। সব মিলিয়ে সুস্থ হলেন ১৯,৯৬,৫৫৬ জন। এখন রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। করোনায় মৃত্যুর সংখ্যা ২১,২০১। রাজ্যে কোভিডে মৃত্যু হার ১.০৫ শতাংশ।
এখন নিভৃতবাসে রয়েছেন ২২৭ জন। সেফ হোমে কোনও করোনা আক্রান্ত নেই। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭৩,১৫৯টি টিকাকরণ হয়েছে।

উল্লেখ্য, দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ১,০৮৩ জন। মৃত্যু হয়েছে এক জনের। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, আগামী বুধবার ভার্চুয়ালি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement