মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বুধবার সকাল ১০টায় ‘সাধারণ মানুষের স্বার্থে’ তিনি ‘বিশেষ ঘোষণা’ করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাতে এ কথা জানিয়ে ফেসবুক পোস্ট করার পরেই শুরু হয়েছে আলোচনা।
ওই ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, ‘আগামিকাল সাধারণ মানুষে জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা। সময়— সকাল ১০টা’। এর পরেই ফলোয়ারদের উদ্দেশে মমতার ‘পরামর্শ’, ‘নজর রাখুন আমার ফেসবুক পেজে’।
বুধবার সকালে মমতা কী ঘোষণা করতে পারেন তা নিয়ে তৃণমূলের তরফে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সরাসরি রাজনীতি বিষয়ক কোনও পদক্ষেপের কথা ফেসবুকে ঘোষণা করবেন না তিনি। জনসম্পর্কিত বড় কোনও সরকারি পদক্ষেপ সংক্রান্ত ঘোষণাও ফেসবুকে হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।