রুদ্রনীল ঘোষ।
অনুব্রত মণ্ডলকে নিয়ে ছড়া কাটলেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রাখিপূর্ণিমার দিনে অনুব্রতের বাড়িতে সিবিআই অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল রুদ্রনীলকে। জবাবে কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতার প্যারোডি করে অভিনেতা বলেন, ‘‘অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাব। অনুমাধব তোমার বাড়ি রাখি কি আমি পাব?’’
তৃণমূল নেতাদের ব্যঙ্গার্থে রুদ্রনীলের প্যারোডি আক্রমণ অবশ্য নতুন ঘটনা নয়। এর আগেও গান বা কবিতার প্যারোডি করে তৃণমূলকে আক্রমণ করেছেন রুদ্রনীল। মদন মিত্রকে নিয়ে ছড়া কেটেছেন। তার দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরও ফেসবুকে ছড়া-আক্রমণ করেছিলেন অভিনেতা। তবে অনুব্রতের জন্য ফেসবুকে নয় সরাসরি একটি অনুষ্ঠান থেকেই প্যারোডি করেছেন। জয়ের লেখা বেণীমাধব কবিতার নকল করে ছড়া কাটার পর অভিনেতা বলেন, ‘‘আর কিছু বলব না, ব্যস এটুকুই!’’
পরে অবশ্য তৃণমূলকে কটাক্ষ করে রুদ্রনীলকে বলতে শোনা যায়, ‘‘এখনও শাসক দলের যাদের লজ্জা আছে, তাঁদের বলছি— ডোরাকাটা পোশাক আছে, হাওয়াই চটি আছে, আলিপুর জেল আছে, প্রেসিডেন্সি জেল আছে, আংটি টাংটি খুলে সাবান টাবান মেখে চলে যান।’’
বৃহস্পতিবার রাখিপূর্ণিমা উপলক্ষে একটি অনুষ্ঠানে এসেছিলেন রুদ্রনীল। সেখান থেকেই অনুব্রতকে লক্ষ্য করে প্যারোডি করেন তিনি।