অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা। — নিজস্ব চিত্র।
তিনি কথা বলার মতো অবস্থায় নেই। বুধবার সকালে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছলে তাঁদের এ কথাই জানালেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল।
বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এর পর বেলা ১২টা ১০ নাগাদ সিবিআই আধিকারিকরা পৌঁছন বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতর বাড়িতে। ওই দলে ছিলেন সিবিআইয়ের এক মহিলা আধিকারিকও। সেখানে তাঁরা অনুব্রতের মেয়ে সুকন্যাকে নোটিস দেন। এর পর তাঁরা বেরিয়ে যান ১২টা ২৫ নাগাদ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুকন্যা তাঁদের বলেন, ‘‘আমার মা মারা গিয়েছেন। বাবা গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভাল নেই।’’
সপ্তাহ খানেক আগেই ঠিক সাত দিন আগেই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। সূত্রের খবর, অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পাওয়া যায়নি। সেই সব অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি। এ কারণেই অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশের কাছে অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চায় সিবিআই। অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে বুধবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখাতেও যান সিবিআই আধিকারিকরা।