ফাইল চিত্র।
সন্দেশখালিতে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনের দ্বারস্থ হল বিজেপি। দলীয় কর্মীদের উপর শাসক দলের হামলা বন্ধ না হলে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করার হুমকি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সোমবার দেখা করেন বিজেপি সাংসদ অর্জুন, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার এবং রাজ্য় দলের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ। রাজভবনে যাওয়ার আগে এ দিন অর্জুন, শান্তনু, সঞ্জয় আক্রান্তদের পরিজনেদের সঙ্গে দেখা করেন এবং বসিরহাটে পুলিশ সুপারের দফতরে দোষীদের গ্রেফতারের দাবি জানান। পরে সঞ্জয় বলেন, ‘‘আমপানে বাড়ি ভাঙা সত্ত্বেও সন্দেশখালির বিজেপি কর্মীরা ক্ষতিপূরণ পাননি। তার প্রতিবাদ করায় শেখ শাজাহানের নেতৃত্বে তাঁদের উপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। রাজ্যপালকে সব জানিয়েছি। তিনি তাঁর যা করণীয়, করবেন বলে আশ্বাস দিয়েছেন।’’ অর্জুন বলেন, ‘‘এই ধরনের হামলা ৭২ ঘণ্টার মধ্য়ে বন্ধ না হলে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করব আমরা।’’ তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক অবশ্য পাল্টা বলেন, ‘‘বিজেপি উন্মাদের দল। লক ডাউনে বিপন্ন মানুষের পাশে ওদের খুঁজে পাওয়া যায়নি। ওরা মুখ্যমন্ত্রীর বাড়ি না গিয়ে বরং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের জন্য কেন্দ্রীয় সাহায্য চাক।’’