Calcutta High Court

ডিভিশন বেঞ্চে বিধানসভা

অরুণাভবাবু বলেন, ‘‘সেই ঘটনায় আমার মত শোনা হয়নি বলে মনে করেছে হাইকোর্ট। তাছাড়া যে অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে তা বিধানসভার বিবেচ্যও নয়।’’

Advertisement
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৪
Share:

ফাইল চিত্র।

স্পিকারের অধিকারভঙ্গের অভিযোগে শাস্তি নিয়ে মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে বিধানসভা। শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের অধিকারভঙ্গের দায়ে কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের শাস্তিও হয়েছিল। তা নিয়ে অরুণাভবাবুর দায়ের করা মামলায় আদালতের সিঙ্গল বেঞ্চ মত দিয়েছে। তারপরই ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা।

Advertisement

অরুণাভবাবু বলেন, ‘‘সেই ঘটনায় আমার মত শোনা হয়নি বলে মনে করেছে হাইকোর্ট। তাছাড়া যে অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে তা বিধানসভার বিবেচ্যও নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement