Weather Update

দার্জিলিংয়ে ২ ডিগ্রি, জাঁকিয়ে ঠান্ডা শহরেও, তাপমাত্রা নেমে এল ১১.৪ ডিগ্রিতে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৯
Share:

আরও নামল পারদ। —ফাইল চিত্র।

ফেব্রুয়ারির প্রথম দিনেই ছক্কা হাঁকাল শীত। ঠান্ডায় জবুথবু কলকাতা-সহ গোটা রাজ্য। দার্জিলিংয়ে সোমবার তাপমাত্রা কমে ২ ডিগ্রিতে নেমে এসেছে। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে, স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি কম। আবার রবিবার যেখানে তাপমাত্রা ১২.১ ডিগ্রি ছিল, সেই তুলনায় সেমবার ০.৭ ডিগ্রি পতন ঘটেছে পারদের। বুধবার পর্যন্ত রাজ্যে শীত একই ফর্মে ব্যাটিং চালিয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

উত্তুরে হাওয়ার প্রভাবে এই মুহূর্তে রাজ্যে শীতের খামিখেয়ালিপনা চলছেই। বাতাসে হিমের পরশ যেমন রয়েছে, তেমনই রয়েছে ঘন কুয়াশা। তার জেরে দৃশ্যমানতাও কমে গিয়েছে উল্লেখযোগ্য ভাবে। যে কারণে ভোরের দিকে যান চলাচল ব্যাহত হচ্ছে। বঙ্গের বহু জেলার একই ছবি। তবে আকাশ মূলত পরিষ্কারই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও উঁকি দিয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি কম।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই অবস্থা। দার্জিলিংয়ে তো তাপমাত্রা নেমেছেই, শিলিগুড়িতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫-৬ ডিগ্রির মধ্যে। মালদহে তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি ৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

কলকাতার মধ্যে সল্টলেক এবং দমদমেই তাপমাত্রাই সবচেয়ে কম, ১১ ডিগ্রি সেলসিয়াস। সকালে আলিপুরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement