বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
কৈলাসে ফিরেছেন উমা। বাতাসে বিষাদের সুর। বিষণ্ণতায় ডুবেছে যেন প্রকৃতিও! বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। শহরের নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দশমীতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে দুপুরের পর থেকেই ঝলমল করেছিল শরতের নীল আকাশ। যার জেরে প্রতিমা বিসর্জনের কাজে বিঘ্ন ঘটায়নি বৃষ্টি। সন্ধ্যার পরও মেঘমুক্ত আকাশ ছিল কলকাতায়। তবে বৃহস্পতিবার ভোর থেকেই শহরের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে। কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি পিছু ছাড়বে না। আগামী কয়েক দিন ধরে চলতে পারে বর্ষণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আবহবিদদের ধারণা, এ বছর বর্ষা বিদায়ে বিলম্ব ঘটতে পারে।
প্রসঙ্গত, পুজোর সময় কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনালেও সে ভাবে চোখরাঙায়নি। যার ফলে দু'এক পশলা বৃষ্টিতে ছাতা মাথায় নিয়েই মণ্ডপমুখী হয়েছেন দর্শনার্থীরা। বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের বাকি জেলাগুলিও। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে তাতে ঠাকুরদেখার আনন্দ মাটি হয়নি।