বৃষ্টি মাথায় করে একুশের মঞ্চের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত।ছবি— সুমন বল্লভ।
ঝমঝমিয়ে বৃ্ষ্টি। তার মধ্যেই খোলা মঞ্চে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ছাতাও নেই। কর্মীরা ঠায় দাঁড়িয়ে শুনছেন নেত্রীর বার্তা।
প্রায় প্রতি বছরই ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে এই ছবি দেখে অভ্যস্ত কর্মী-সমর্থকরা। এবারও সেই ছবির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মাঝেমধ্যেই দু’-এক পশলা বৃষ্টি হবে। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে এবারও ২১ জুলাইয়ের সভায় ব্যাঘাত ঘটাতে পারেন বরুণদেব।
আরও পড়ুন: তৃণমূলের দখলে শহরের রাজপথ, ভোগান্তি আমজনতার
সকাল থেকে ইতিমধ্যেই কয়েক দফা বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। যদিও এখনও ভারী বৃষ্টিপাত হয়নি। তবে সেসব উপেক্ষা করেই কর্মী-সমর্থকরা ধর্মতলামুখী। ইতিমধ্যেই জমায়েতও হয়ে গিয়েছে।